এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত গ্যাসে মরে গেছে অর্ধশত বিঘা জমির বোরো ধান। ব্যাপক ক্ষতি হয়েছে আম ও কলার। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর মাঠে। এ মাঠে অবস্থিত খান এন্ড সন্স ইট ভাটা থেকে ছাড়া বিষাক্ত গ্যাসে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকরা জানান, গত শুক্রবার এ ভাটা থেকে বিষাক্ত গ্যাস ছাড়া হয়। এ গ্যাস ছাড়ার পর থেকেই মাঠের ধানের পাতা ও শিষ হলুদ হয়ে মরে যাচ্ছে। আমের গুটিতে কাল দাগ হয়ে ঝড়ে পড়ছে। কলার পাতাও মরে যাচ্ছে। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাজুর গ্রামের কৃষক মো: ফারুক হোসেন জানান, এ বিষাক্ত গ্যাসে তার ১০ কাঠা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই গ্রামের কৃষক সদরুল ইসলাম বিশ্বাস জানান, তার ৩ বিঘা জমির ধান মরে গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।